স্বপ্নে দেখি মাটির মা'কে
‘কুমোর’ ছেলের আশায়
তাকান ঘুরে এদিক ওদিক
মর্ত্যে আসার নেশায়।

মর্ত্যের মা দিন গুণে আর
জপে পুণ্যের মালা
যেতেই হবে স্বর্গে তাঁকে
ভেঙে দুয়ারের তালা।

মাটির মায়ের বাপের বাড়ি
ফি বছরে আসা
উপচে পড়া আপ্যায়নে
জীবন লাগে খাসা !

ঘরের কোণে, বৃদ্ধাশ্রমে
যে মায়েরা বাঁচে
দু'মুঠো ভাত ওঁদের পাতের
আনন্দাশ্রু যাঁচে ।

তাই ফেরার আশা নেই জেনেও
স্বর্গে যেতে চায় মা
আপন যখন হাতটি ছাড়ে
পিছুটান আর রয় না।

মাটির মা'কে দিতে বিদায়
কাঁদে আপনজন
কতো জ্যান্ত মায়ের জীবনভরা
নিত্য বিসর্জন।
*********