তখন 'ভ্যালেনটাইন্স ডে' ছিলো না
চুপি চুপি প্রেমের চলা।
প্রেমে পড়লে ধরা, এই 'ধরা'তে  
কী যে হবে, যেতো না বলা।

যেই না হলাম একটু বড়
চোখের পাতায় কাজল-টান ।
মায়ের চোখে প্রশ্ন হাজার
হে ভগবান, রেখো মান ।

হাওয়ায় আঁচল উড়ি উড়ি
খুঁজতো নজর সঠিক চোখ l
মনের ভেতর "না"-এর কড়া
ভয়ে দেখতাম মায়ের মুখ ।

হঠাৎ যেদিন পড়লো চোখে
মন-কাড়া শার্প দু'টো চোখ ।
পড়বো ধরা জানা-ই ছিলো
সঠিক কথায় যা-হয়-হোক ।

বললো বাবা, পাত্র ভালো
মায়ের মনে শান্তি নেই ।
জন্মপঞ্জি, রাশি, পন্ডিত
মিললে ভালো সব তাতেই ।

এক শীতেতে মালা-বদল
বিদেশ পাড়ি সব ছেড়ে l
নতুন দেশের নতুন আচার
সামনে এলো 'ভ্যালেনটাইন্স ডে' l

সেই থেকে কিছু বাহারী গিফ্ট
বছর করে ঘরে এলো।
ভালোবাসার সেলিব্রেশন
মিষ্টি 'ইউ' - টার্ন নিলো ।

ভালোলাগায় ভালোবাসায়
বাঁচুক সজীব নতুন দিন।
জীবন জুড়ে সুখের ঘরে
রোজই হোক 'ভালোবাসার দিন' l