আমার সাগর প্রাণ-সঞ্চারী, বিস্ময়ে ভরা নীল
আমার সাগর সোহাগে আদরে পূর্ণতায় বিলীন।

অসীমে মিশেছে দু'হাত বাড়ায়ে আকাশ যেখানে স্থির
উচ্ছাসে ভরা মানে-অভিমানে বহতা প্রেমেতে ধীর।

আমার সাগর সুজন মনের দুঃখকে ধরে বুকে
আমার সাগর অশ্রুবিন্দুতে ভাসে যে পরের শোকে।

প্রতিবাদ ভরা প্রতিবাদী ঢেউ আছড়ে তীরেতে পড়ে
উথাল ঢেউয়ে খুশির জোয়ারে ঝর্ণা সমান ঝরে।

আমার সাগর অরূপ-রূপেতে আমারই মনের আয়না
শত সূর্য্যেরে দেখব আয়নায়, কতো না আমার বায়না।

আমার সাগর দিনে সূর্য্যেরে ধরে রাখে তুলে মাথায়
কৌশলে লুকোয় গোধূলি-সূর্য্যেরে রাতে যেন দেখা না যায়।

আমার সাগর দেয়া-নেয়ার পটুতার গানে ভরে  যে প্রাণ
খুশির উপহার যা-ই দেই তারে, ফিরিয়ে দিয়ে রাখে সে মান।

তাপে-উত্তাপে নয় সে দীর্ণ, সুধায় ভরানো প্রেমে অপার  
চাঁদনী রাতের রুপোলী সাজেতে আমার সাগর করে বিহার।

আমার সাগর নতুন জীবনে জাগায় অগাধ প্রাণ-প্রত্যয়
জীবন বাঁচায় বুকে ধরে নিয়ে, পিছু হটে  না নিয়ে কোনো ভয়।

স্বপ্ন দেখাতে হয় না পিছু পা, অন্তহীনের কোনো ঠিকানায়
আমার সাগর হাজার মনের স্বপ্ন গড়ুক নীল মোহানায় l
=============================
©জবা চৌধুরী