'আমি' কে গুছিয়ে রাখি
পরিপাটি কাঁচের ঘরে,
নিয়মের বয়স বাড়ে
জীবনকে করুণা করে।

সময়ের অসম আচার
কে যাবে আগে পরে,
ওঠা-পড়া নাগরদোলার
মন্দের-ভালোকে ধরে।

শেকড়ের টানে চলা
না বলে কতোনা বলা,
নিভিয়ে মোমের আলো
দুঃখের আগুনে জ্বলা।

যদি কাল সূর্য আসে
যদি ভোর আবারও হাসে
সেই রূপে ডুববো বলেই  
সুখে থাকি দুঃখবাসে।

এইতো ভালোই আছি
নিরালাকে আপন করে,
দেওয়ালের কাঁচে দেখি  
দুপুরকে দু'চোখ ভরে।

জীবনের সন্ধ্যা যেদিন
ঢলবে আঁধারে নেয়ে
কারো চোখ ভরবে জলে
বিদায়ের পথে চেয়ে।

অতীতের কতোনা কথা  
মুখে মুখে ফিরবে ক'দিন
জানবে আমারও ছিল
বুকভরা ভরা-সে-সুদিন।

এলোমেলো ভাবনারা সব
যাত্রী একই পথের
ঠিকানা এই 'আমি'-ই
আমার অতীতের ভবিষ্যতের ।

~~~~~~~~~~~~~
~জবা চৌধুরী