চেয়েছিলাম সকাল হতে--
আঁধারি ভোরের মিষ্টি ছোঁয়ায়
পাখির গানের তালে তালে
সোনার আলোর কিরণ হয়ে
সুদূর নীলে হাওয়ায় ভেসে
ঝিনুক থেকে মুক্তো তুলে
কান্না ভুলে হাসবো বলে
বাঁচতে জীবন ভালোবাসায়।
চেয়েছিলাম বন্যা হতে--
কোণায়-কানায় জমে থাকা
ধুয়ে দিয়ে অগাধ ব্যথা
পলির পরত তীরের বুকে
জীয়ন-কাঠি তারই তলে
জন্ম-মৃত্যু সবই ভুলে
গড়তে নতুন কাঁদা-হাসা
মন-সোহাগী ভালোবাসায়।
ইমন রাগের সুরটি বেঁধে
সন্ধ্যা-রাতের হওয়ার সাথে
কুয়াশার ওই হিমেল বেলায়
নাম না জানা তারার বুকে
চেয়েছিলাম লিখতে যে নাম
বিরহবিধুর মধুর আশায়
অনাম, সুনাম, কুনাম --যা হোক
লিখতে সে নাম ভালোবাসায়।
~জবা চৌধুরী