চনমন জনগণ
সব মন এক মন
নির্বিরোধ আসে বোধ
চড়া রোদ প্রতিশোধ ।
ছাত্র ছাত্রী মাতৃ ধাত্রী
অগ্নি হোত্রি মুক্তি দাত্রী
ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ
হদ্দমুদ্দ দেশ শুদ্ধ ।
স্বৈরাচার নির্বিকার
অন্তঃসার ছিছিকার
যায় যাক প্রাণ যাক
মুক্তি পাক মুক্তি পাক ।
মিছিল মুখর নাহি ডর
প্রত্যয় নির্ভর লড়াই লড়
দৃপ্ত শপথ দেখায় পথ
শাসন রদ বিজয় রথ ।