বাংলা ভাষার গান
দেশের মাটির টান
ভুলতে নারি ভুলতে নারি !
পুজোর বাদ্যির ঢাক
কলমি সজনে শাক
ছাড়তে পারি ছাড়তে পারি ?
আম কাঁঠালের গন্ধ
গুড়ি কচুর কন্দ
কোথাও দেখি নাই
খালে বিলে মাছ
কত রকম গাছ
কোথাও নাহি পাই ।
দুর্গা অপুর দেশে
রূপাই সাজু বেশে
ভালোবেসে টানে
কাজলা দিদির মায়া
প্রলম্বিত ছায়া
ছড়িয়ে আছে গানে ।
চাষী চলে লাঙ্গল ঘাড়ে
কলুর বলদ সর্ষে মাড়ে
আমার বাংলাদেশ
দুঃখে সুখে
ভালবাসা বুকে
বেঁচে আছি বেশ ।