গানের সুরের মূর্ছনায়
হেসেখেলে দিন কেটে যায়
জাদু করা নতুন ঘরানায়  
জন্ম দিলে নতুন সুরের ভূমি
পুষ্পে পুষ্পে বৃক্ষে বৃক্ষে
গুঞ্জরিয়া গাহে অলি
পক্ষীকুলে করে রব
ভারত তথা বিশ্ববাসী
গাহে সঙ্গীত পদ চুমি
মানে গুরু মানে ওস্তাদ
বাবা আলাউদ্দিন খাঁ ।
সরোদ সেতার কিংবা সানাই
যথায় খুশি যেদিকে যাই
দেখি তব পারদর্শিতাই
বুকের মধ্যে খাঁ সাহেব ।