কোন কোন কথা বুলেটের তীব্র আঘাত করে
কথা তো মাত্র কিছু শব্দের সমষ্টি
শব্দ একক হোক বা যৌথ বুনন
বিশেষতঃ যদি শুনি প্রিয়জনের মুখে
তীরের শাণিত ফলার মতো বিঁধে বুকে
সমাজ তো সমষ্টি , বহুল ব্যষ্টি।
অথচ কথাগুলো অন্যভাবে বলা যেত --
জাপানে একবার ভয়াবহ যুদ্ধের হাত হতে
পরিত্রাণের জন্য বয়স্কদের প্রয়াস
শিশুদের দিয়ে চেরি ফুলের স্তবক
শত্রু সেনার কাছে উপহার
আর তাতেই ছিল মহৌষধি
যুদ্ধ গিয়েছিল থেমে , শান্তি এসেছিল ফিরে ।