এইখানেতে পুকুর ছিল
কবে হলো ভরাট
এখন দেখি সেই পুকুরেই
অট্টালিকা বিরাট ।
নদী এখন বুঁজে গিয়ে
বিশাল বড় চর
হয়তো হেথা দেখা যাবে
শতেক বাড়ি ঘর ।
জঙ্গল কেটে সাফ সুতেরো
এখন শহরতলি
প্রোমোটারের পোয়া বারো
অনেক টাকার থলি ।
দুষ্টুচক্র লম্বা হাতে
বহুদূরে যায়
প্রশাসনের ব্যর্থতায়
অন্যদিকে চায় ।