আমাতে আর কিছু নেই অবশিষ্ট আমিত্ব
এক বিন্দুকে কেন্দ্র করে করে আমি আবর্তিত
লক্ষ্যবস্তু এক রাখি তবুও আছে নির্দিষ্ট দূরত্ব
মানুষের যা কিছু চাহিদা তা তো কেবল জীবনসত্ব
নীরস যন্ত্রণা বিরস ভোগান্তি এই একাকীত্ব
তুমি আমি মিলেমিশে হয়ে যাই দ্বিত্ব
দুজনে মিলে জীবনে দেখাই কিছু অভিনবত্ব
কোনদিন দেখাবো না আমি আমার স্বামীত্ব
মানুষের জীবনের নেই যখন স্থায়ীত্ব
তাই অপনোদন করে এই দূরত্ব
হয়ে যাই দুটি হৃদয় একাত্ম ।