দুটি বাহু আমাকে রেখেছে ছুঁয়ে
একটা তাদের বলিষ্ঠ
অন্যটি একটু চিকন
আর একজন তার দুচোখের কোণে
আমাকে দেখে একদৃষ্টে
লোলুপ আগ্রহী সেও
বলিষ্ঠের হাত ছাড়ানো কঠিন
তবে চিকনের করুণ আকুতি  ;
কাউকেই ছাড়িনি ; ধরে আছি তিনজনকেই
কষ্টিপাথরে করে যাচাই
বেছে নিতে হবে একটা ।