ঘোড়ায় টেনে যাত্রা শুরু
ট্রাম ছিল নাম
এত বড় দেশে তখন
কলিকাতা ধাম ।
সহস্রটি ঘোড়া ছিল
টেনে নিয়ে চলে
সোজাসুজি ছুটে যেতাম
রেলের উপর বলে ।
গোড়ার দিকে বিংশ শতক
হলাম বৈদ্যুতিকরণ
মাথার উপর জুড়তে হলো
করি টিকি বরণ ।
ঘণ্টা বেজে চলি আমি
লোকে সরে দাঁড়ায়
যাত্রী সকল কটি পয়সা
নিজেই ভাড়া বাড়ায় ।
আমার পাশে ছুটতো জোরে
দোতলা বাস কত
বৃন্দাবনে পাঠিয়ে দিল
ছিল আগে যত ।
কবির মরণ আমার বুকে
নামীদামী কবি
বাংলার রূপে মুগ্ধ হয়ে
কাব্যে আঁকেন ছবি ।
এবার আমায় উপড়ে দিয়ে
রেলের লাইন বেচে
কবির মতন মরবো আমি
ওরা থাকুক বেঁচে ।