লেখাপড়া করে গেছি শুধু তোমার জন্যে
তোমার সঙ্গ পাব বলে ছিলাম আমি হন্যে
ব্যর্থ হলে পিছলে যাব এইটা ছিল ভয়
জানিনা তো পারলাম কী আর মন করেছি জয়
তোমার জন্য বিশ বাইশে সেজেছিলাম ষোল
তোমার নোটে সড়গড় ডিগ্রি শেষে হলো
তোমার জন্য দূর করেছি পড়ার ভয়ের কাঁটা
ভাঁটার বিপরীতে ছিল আমার এতো হাঁটা
তোমার জন্য পলাশ শিমুল কৃষ্ণচূড়ার ডাল
তুমিই যদি না থাকতে তো আমার দশা বেহাল
ফুলের প্রতি প্রজাপতির যেমন আছে টান
গুনগুনিয়ে মনে মনে গেয়েছিলাম গান
তুমি ছিলে সূর্য আমার আমি সূর্যমুখী
তোমার জন্য এই বয়সে এখন আমি সুখী ।