গুরু শিষ্য পরম্পরায় সাজাই
অথবা ধারাবাহিকতায়
যেভাবেই বলি না কেন
সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল
হেরফের হয় না মানদণ্ডের ।
সক্রেটিস নিজের সম্পর্কে কিছু বলেননি
যা কিছু জানি এই মহান দার্শনিক সম্পর্কে
জানি তাঁরই ছাত্র প্লেটোর লেখা থেকে ।
অ্যারিস্টটল যদি এক নক্ষত্র
প্লেটো আরো উজ্জ্বল
সক্রেটিস ধ্রবতারা দর্শনের আকাশে ।
পশ্চিমা দর্শনের পথিকৃত প্রচলিত মতের
বিরুদ্ধে মত প্রকাশের জন্য
তাঁকে হেমলক বিষপানে হয় মৃত্যুদণ্ড
তবুও তিনি অমর মানুষের মাঝে ।