ট্যাঁপা বলে টেঁপিটাকে ,
পেটটা কেন কুমড়ো
টেঁপি বলে রেগে গিয়ে,
চক্ষুখাগী বুড়ো
নিজের পেট দ্যাখ না চেয়ে
মস্ত একটা জালা
তিন বেলাতে রেঁধে মরি
আমার শতেক জ্বালা ।
ট্যাঁপা বলে , রাঁধিস বটে
নিজেই বেশি সাঁটিস
যেটুকু যা পড়ে থাকে
আমার পাতে দিস ।