এমনিতেই সে আর পাঁচ দশটা লোকের মতো
দেখে চেনার উপায় নেই
আটপৌরে পোশাক পরে ঘুরে বেড়ায়
দুচোখে শ্যেনের মতো প্রখর দৃষ্টিও নেই
শকুনের মতো মৃতভুকও নয়
তবুও যখন আড্ডার আসরে বসানো হয় তাকে
বোঝা যায় তার তেজ
আসর মেতে ওঠে কথার সুবাসে
ঘ্রাণে চারিদিক ম-ম করে ;
তাই যারা জানে তারাই ডাকে তাকে
গল্পের আসর ওঠে জমে ।