আইনজীবীর কন্যা তুমি
তারিক কবির ভগ্নী
সারা কামরান বোন তোমার
আল জাজিরার সাংবাদিক
তুমিই পেলে নোবেল প্রাইজ
হে বিদুষী তাওয়াক্কাল ।
আরব দেশের মহিলা প্রথম
ইয়েমেনের শুধু শান্তির বারতার
তোমার পূর্বপুরুষ তুরস্কের কারমানে
তোমার পদবী বহন করে সেই স্থানের নামে
ঠিক এই কারণেই তুমি সেই দেশের নাগরিক ।
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে তোমার বলিষ্ঠ পদক্ষেপ
শান্তি আনার জন্য । প্রাণের হুমকি পদদলিত
এগিয়ে গেছো সাহসী দৃঢ়তায় ; তাইজে
জন্মে তুমি সানায় পড়াশুনা ।
বীরদর্পে গড়ে তোলা তোমার সম্মান
ইয়েমেনে সৃষ্টি করে নতুন ইতিহাস ।