আঙুলের ছাপ আর চোখের ছবি
কোন দুটি মানুষের হয়না এক
অথচ এক নাম অগণিত মানুষের
আকবর , অশোক , শ্যামল , ফতেমা , নীতা , মিতা
এন্টনি , ফিলিপ , আসিমভ , চু এন বা
যাই হোক না কেন -- কারণ নামকরণ করে মানুষ
আর চোখের সৃষ্টিকর্তা বা আঙুলের ছাপ
আদিকাল থেকে বর্তমান কোন দুটি মেলে না
কারণ সে তো ঈশ্বরের দান
মানুষের ক্ষমতা সীমিত
ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা নেই
তাই পিতৃত্বের সংশয়ে আমরা ডি এন এ টেস্ট করি ;
সদ্যজাত পুত্রসন্তানকে অত্যাচারী শাসকের ভয়ে যখন নদীতে ভাসিয়ে দেওয়া হয়
এবং সেই শিশু সেই শাসকের স্ত্রীর কাছে বড় হয়
তাঁর মহিমা বোঝা আমাদের সাধ্য নেই ।