ট্যাঁকে যদি থাকে টাকা
টাকলু মাথা যাবে ঢাকা ;
বারো মাসে ইলিশ খাবে
সঙ্গী সাথী অনেক পাবে ।
তোমার পিছু লোকে ঘোরে
কথার ত্রুটি নাহি ধরে
বারো মাসে ইলিশ খাবে
সঙ্গ নিলে তুমি পাবে ।
এই দুনিয়ায় বাঁচতে হলে
জমাও শুধু টাকার থলে
দেখবে জীবন জলের মতো
কাজ করে যাও খুশি যত ।
(১৯ জুন , ২৪ ; পেঞ্জিকেন্ট , তাজিকিস্তান)