পুঁচকে দেখে ভাব নাকি
ওই ছেলেটা তুচ্ছ
চোখে মুখে কথা বলে
প্রমাণ পাবে গুচ্ছ ।
বকাবকি করেও তাকে
পার পাবে না তুমি
ছুট্টে এসে ধরবে জোরে
গালে যাবে চুমি ।
কুড়কুড়ে খায় কুড়মুড়িয়ে
আইসক্রিমে শান্ত
ক্লাসের সেরা ছেলে সে যে
কে-ই বা সেটা জানতো ।
কথার জন্য চান্স পেয়েছে
টিভির সিরিয়ালে
বড় হলে অভিনেতা
হচ্ছে কোনকালে ।