কবে চলে গেছে প্রাচীন দিনের সেই কাল
যবে হেথা সঙ্গী নিয়ে গেড়েছিল বেতাল
তারই সাথী তাল বসিয়েছিল শতেক তাল
ভূমিটা বেশ উঁচু , চষা যেত না সেথা  হাল ।
দিনে দিনে পরিচিত হলো গাঁও তালডাঙ্গা
খুঁজিলে যাবে পাওয়া তালগাছের গুঁড়ি ভাঙ্গা
চারিদিকে কত গাছগাছালি , আছে পুষ্করিণী
সেথায় আমার বন্ধুর পিতা সস্তায় জমি কিনি
অশোকনগর ছিল আগে বসত , জমি , বাড়ি
সরকারের অধিগ্রহণে ভিটামাটি চিরতরে ছাড়ি
গড়েন বসতি ; তাঁরই ইমারতে আজ ভরা সংসার
নিয়তির বিধান চলে যেতে হলো একদিন তাঁর ।
একদা গিয়েছিনু বন্ধুর সাথে তালডাঙ্গা গাঁয়ে
গুমা হয়ে গঞ্জ বদর নামে বড়হাট ফেলে বাঁয়ে
ছোট ছোট বাড়ি অমায়িক লোকজনের বাস
শান্তির নীড় তালডাঙ্গায় আছে  বন্ধুর আবাস ।
ছায়াঘেরা মায়াময়ী আদরভরা ছোট্ট এই গাঁও
দেখবে তুমি যদি সেথা কভু কোনোদিন যাও ।