কোন এক পড়ন্ত বিকেলে
কিংবা এক অলস দুপুরে
এই ফাঁকা বাড়িতে একা থাকি
নিজেকেই বড় ফাঁকা ফাঁকা লাগে ;
চারিদিকে দেখি কেবল শূন্যতা
মনের মধ্যে একটা তীব্র হাহাকার ।
ঠিক পাঁচ বছর আগে যখন ব্যস্ত নগরী মুম্বাইয়ে যাই নিজের কেরিয়ারের দিকে তাকিয়ে
তখন থেকে কাজের চাপে তোমাকে ভুলেছি
তোমার ফোন নাম্বারটাও গেল হারিয়ে ।
একথা ঠিক তোমার সঙ্গে তুচ্ছ একটা বিষয়ে
মনোমালিন্য হয়েছিল , আমি অভিমানে
তোমাকে করিনি ফোন ;
তুমিও তো ফোন করতে পারতে কিন্তু করনি ।
আচ্ছা তুমি কি কিছুই হারাওনি
না হারালেও মুখে স্বীকার করবে না
আজ এখানে ফিরে তোমাকে মনে মনে খুঁজেছি
পুরানো সব বন্ধুদের জিজ্ঞাসা করেছি
কেউ সন্ধান দিতে পারেনি
মনেপ্রাণে ফিরে পেতে চাই আমার পুরাতন সঙ্গীকে ।