এলাম বিদেশ বিভুঁইয়েতে
ঈদ পালনের আশায়
কিন্তু হেথা ঈদের পালন
মন খারাপে ভাসায় ।
কিছু দূরে গাড়ি করে
গেলাম যখন মসজিদে
টি-শার্ট পরা টুপি ছাড়া
আসছে সবাই ঈদে ।
নামাজ শেষে কোলাকুলি
হাসিমুখে নেই কোন কথা
গোমড়া মুখে ফিরছে বাড়ি
মনে জাগায় ব্যথা ।
হোটেল কিংবা রেস্তোরাঁয়
পাইনি মাংস সিমাই
কষা মাংস কোথায় পাব
কাদের বাড়ি যাই !
তাই বলে কুরবানীতে
মাংস পাইনে মোটে
ভাবছি আমি ঈদের আগে
কেন যে বিদেশ ছোটে ।
(১৭/৬/২৪; খুজান্দ , তাজিকিস্তান)