একে একে স্বরবর্ণের হলো বনবাস
ষোল কমে এগারোটা এখন করে বাস ।
বিদ্যাসাগর বর্ণপরিচয় লিখেছিলেন জানি
সেখানেও বারো স্বরবর্ণ ছিল এটা মানি  ।
কিন্তু আগে ঋ-এর পরে আরেক বর্ণ ছিল
অপ্রয়োজনে তাকে তখন নির্বাসনে দিল ।
তাঁরও আগে ঋ-এর আগে ছিল দীর্ঘ ঋ
ঌ-এর পরে যুক্ত ছিল আরেক স্বরবর্ণ  ৡ ।
মদনমোহন তর্কালঙ্কার লিখেছিলেন অ০
তারপরেও আরেকটি স্বরবর্ণ ছিল অঃ ।