( "অল্পতে খুশি যে হই, কী হবে দুঃখ করে"
-- জয় গোস্বামী )

আমরা খুশি হই আশ্বাসে ,
বেঁচে আছি কথার বিশ্বাসে
আকাশে ওড়ার দেখি স্বপ্ন
মুক্ত বাতাসে নিই নিঃশ্বাস
দেখি উন্মুক্ত নীল গগনে
আলোকছটার উজ্জ্বল আভাস ।
বসে থাকি হয়ে উন্মুখ
প্রত্যাশায় বাড়াই দুটি হাত
আঁধার যাবে অচিরে
অলক্ষ্যে একবার চেয়ে দেখো
অভিমান ফেলে দূরে ।
ফিরে এসো প্রেয়সী আমার
ধরো হাত , স্বপ্ননীড়ে করি বাস
তুমিই দিয়েছিলে ফুলের স্তবক
সযত্নে রেখেছি হৃদয়দানিতে ।