বেগুনগাছের        নিচু ডালে
টুনটুনিরা            করে বাসা
পাতা জোড়ে।       কী যে দিয়ে
বাসাখানা            মস্ত খাসা ।
একটি জোড়া        থাকে সেথা
আশার স্বপ্ন          অনেক যাদের
ডিম পেড়েছে        একে একে
তা দিয়ে হয়          ছানা তাদের ।
একটা বিড়াল        ওৎ পেতে রয়
মনে ভাবে             ফুটুক ছানা
ফুটলো ছানা          কিচিরমিচির
ভাবলে বিড়াল       জুটবে খানা ।
গুটিগুটি               পায়ে যখন
এগিয়ে গেল           বাসার দিকে
কেউটের ছোবল     বিড়ালটিকে ।