কোন স্বপ্ন যখন সফল হয়
তখন ওড়ে পালকের মতো
হাওয়ায় ভেসে যায় যেদিকে যায় মন ।
আমরা আশায় আশায় থাকি কখন হয় সফল
কোন সু স্বপ্ন ! আর দুঃস্বদপ্ন দেখে
পরিত্রাণের উপায় খোঁজে , করে প্রার্থনা ।
কোন কিছুতে সফলতা পেতে হলে
চাই লাগাতার প্রচেষ্টা , অধ্যবসায় , অনুশীলন ।
নিরাশা বাদী সব সময় হতাশায় থাকে ডুবে
আশাবাদীরা কখনো হারায় না আশা
বিশ্বাস রাখে ঈশ্বরের অনুকম্পায়
সফল বা বিপদেও ভাবে ঈশ্বরের অনুগ্রহ ।
( ইশিক কুল লেক , চোলপন আটা
কিরগিজস্তান , ৪-৬-২৪ )