স্বপ্ন ছিল অনেক কিছু
সবার যেমন থাকে
ইচ্ছে ছিল লেখাপড়া শিখে আমি
চাকরি পাব ভালো
গাড়িঘোড়া থামবে আমায় দেখে
দেবে সেলাম ঠুকে ।
কোনমতে টেনেটুনে মাধ্যমিক পেরিয়ে
নেতার পিছু ঘুরে জুটলো একটা বটে
হোক গিয়ে তা সিভিক পুলিশ
গাড়ি তো দেখি থামে ।
স্বপ্ন ছিল বড় হয়ে জুটবে ভালো বউ
সৌন্দর্যে তার মুগ্ধ হয়ে করবে হিংসা
ঠাটবাট তার ষোল আনা মেকাপে মাস্টার
পাকা পটল ভেবে আমার জুটলো মাকাল ফল
দুর্বিষহ জীবন আমার হলো ম্যাসাকার ।
নুন আনতে পান্তা ফুরোয় বড়ই টানাটানি
রাতদিন হয় ঝগড়া বিবাদ
পাড়া মাথায় করে
মানুষ ভাবে যেটা দেখি জোটে বিপরীত ।