( পবিত্র কুরআনের সুরা বাইয়্যিনাহ্ অবলম্বনে )
(পরম করুনাময় ও দয়াশীল আল্লাহর নামে আরম্ভ)
ঐশীগ্রন্থধারীদের ভিতরে অবিশ্বাসী যারা
আর প্রভুর সঙ্গে শরিককারী যারা
আপন বিশ্বাসে অটল থাকে তারা,
আল্লাহর পক্ষে কুরআন পাঠকারী নবি
তাতে লিখিত সঠিক বিধিবিধান সবই
ঐশী বাণী আসার পরেও গ্রন্থধারীরা করে মতভেদ
আর তাদের ছিল নির্দেশ আল্লাহর উপাসনা প্রতিষ্ঠায় করে না কোন ভেদাভেদ
এবং উদ্বৃত্ত আয় হতে করে যেন দানকর্ম
যা কিনা বিশ্বাসীদের সঠিক ধর্ম ,
সেহেতু যারা অবিশ্বাসী ও অংশীদারী
জাহান্নামের আগুনে থাকবে চিরকাল
যেহেতু তারা নিকৃষ্ট
আর যারা বিশ্বাসী ও সৎকর্মকারী
সেহেতু তারা সর্বোৎকৃষ্ট ।
তাদের পুরস্কার স্থায়ী বসবাস জান্নাতে
তার পাদদেশে নদীমালা প্রবাহিত
সেখানে বসবাস ।
( পশ্চাদপট : রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহিস সাল্লামের পূর্বে ইহুদি খ্রিস্টানরা প্রার্থনা করতো তারা যদি তাদের জীবদ্দশায় শেষ নবিকে আসতে দেখেন তারা তাঁর প্রতি ইমান আনবে অথচ তাদের মধ্যে কয়েকজন ব্যতীত ইমান আনেনি । ইসলামের বিধান অমান্যকারীদের কঠোর শাস্তি এবং বিশ্বাসীদের পুরস্কার দেওয়ার অঙ্গীকার করা হয়েছে । )