যখন চাঁদের সিঁড়ি ভেঙে শত শ্রমিকের মেহনতে
সুলাইমান পর্বতের এই ডেরায়
তখন আমার চোখে মুখের সকল ক্লান্তি যায় মুছে
পরিচিত পৃথিবী থেকে অনেক উঁচুতে দাঁড়িয়ে
অবলোকন করি সুদূর দক্ষিণে
ঠিক যেখানে দাঁড়িয়েছিলেন সুলাইমান নবি
নবির পদচিহ্ন ধরে এখানে এসেছি ;
মন ভরে ওঠে প্রসন্নতায় ।
আন্দিজান থেকে বিতাড়িত হয়ে জহির উদ্দিন মুহাম্মদ বাবর
কত শত বছর পরে ঠিক এখানে এসে তাকিয়েছিলেন সুদূর দক্ষিণে
তারপরে সিদ্ধান্ত নিলেন তৎকালীন দুর্বল
খণ্ড ভারতে যাওয়ার
এবং অনায়াসে ইব্রাহিম লোদিকে হারিয়ে পানিপথে
মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন ;
সেখানে মাথা উঁচু করে দাঁড়াতে পেরে
মন ভরে ওঠে প্রসন্নতায় ।
সুদূর মরক্কো থেকে ইবন বতুতা এই
সুলাইমান পর্বতে উঠে তাকিয়েছিলেন
আবার সেই দক্ষিণে ;
তিনিও নতুন দেশ আবিষ্কারের বাসনায়
এসেছিলেন আমাদের এই পুন্য ভূমি ভারতে
ঠিক সেখানেই দাঁড়াতে পেরে
আমার মন ভরে ওঠে প্রসন্নতায় ।