"আবোল তাবোল" লেখেন তিনি
"গোঁফ চুরি" হয় কার ।
"ভয় পেয়োনা" কবির কবি
"কাতুকুতু বুড়ো" যাঁর ।
"অবাক কাণ্ড" এবং কত
লেখা আছে ছড়া
ছড়া লেখার ঐন্দ্রজালিক
কাজই ছড়া গড়া ।
একটি ছড়া "আজব খেলা"
ছড়া "আলোছায়া"
তাঁর কবিতায় হাজার রকম
ছড়ায় ভরা মায়া ।
"কুমড়ো পটাশ" দারুন ছড়া
"খুচরো ছড়া" পড়ি
"গানের গুঁতো" পড়ি যখন
হেসেই গড়াগড়ি ।
"হুঁকোমুখো হ্যাংলা"খানা
পড়লে হাসি পায়
প্যাঁচামুখোও পড়লে সেটা
হাসিমুখে যায় ।
"রামগরুড়ের ছানা" পড়ে
হুতুম পেঁচা মুখ
"বদ্যি বুড়ো" পড়লে আবার
সারে নাকি অসুখ ।
ছিল "কানে খাটো বংশীধর"
"আজব খেলা" আছে
ছড়া পড়ে ছেলে বুড়ো
আনন্দেতে নাচে ।