মেঘ কেটে যায় রোদ্দুর হাসে
ফুলের গন্ধ হাওয়ায় ভাসে
মৌমাছিরা ভনভনিয়ে
ফুলে ফুলে বসে গিয়ে ।

প্রজাপতির রঙিন ডানা
মন মানে না কোন মানা
এরাই বুঝি সুখের ঠাঁই
মেঘে কেবল দুঃখ পাই ।