সেদিন দেখি নদীর জল বইলো চোখে তোমার
সেই জলের বানে ভাসে কেন দেহ মানস আমার
জল ছলছল চোখ টলটল বয়ে চলে যেন দুখে
নদী তো চিরকালই প্রাণীকুলে রাখে অনেক সুখে
সুখী নদীর জল উথলে হঠাৎ বইলো কেন চোখে
দেখছি শুধু আমি কেবল, দেখে না অন্য লোকে ।
বলতে পারো আমার সাথে উদার খোলা মনে
দুঃখ সুখের আবেশ শেয়ার করে বল আমার সনে
মনটি হবে পালকসম হালকা, উড়বে আমার সাথে
তোমার দুহাত ধরবো আমি আমার শক্ত হাতে ।