সুখ পাবে না বনে
সুখ পাবে যে মনে ।
মেঘ থাকে না টিঁকে
মেঘ হয়ে যায় ফিকে
রৌদ্র ওঠে চারদিকে ।
মন যদি হয় রুষ্ট
কেউ হবে না সন্তুষ্ট
যেটাই তুমি পেলে
থাকো হেসেখেলে ।
চারিদিকে দ্যাখো চেয়ে
কতকিছু যাবে পেয়ে
মেনে নাও হাসিমুখে
জীবন ভরে সুখে  ।
যেটুকু আছে তোমার
নেই যে তাহা সবার
অল্পতে সুখে থাকো
ঈশ্বরকে তুমি ডাকো
খুঁজে পাবে তুমি সুখ
থাকবে না মনের দুখ ।