সুদূর সেই ইয়েমেনে জন্ম তোমার হে আল্লাহর ওয়ালি
এই বাংলার সিলেট জেলায় বাছলে তুমি ভূমি
তোমার পিরের দেওয়া মাটি নিয়ে হাতে
রং মিলিয়ে মাটির সাথে ঘাঁটি গাড়েন সেথায় ।
তোমার সন্ধান পেয়েছিলেন বিশ্ব পর্যটক ইবনে বতুতা
তুমি ইয়েমেন ছেড়ে মক্কায় এসে কর শিক্ষালাভ
তারপর বুখারায় ; কত দেশ ঘুরে এলে ভারত
নামে পবিত্র ভূমিতে ; দিল্লিতে যখন এলে তুমি
আউলিয়া নিজামুদ্দিনের সঙ্গে সাক্ষাতে
তুমি দীক্ষা নিলে ধর্মপ্রচারে
চলে এলে এই বাংলায় ।
বাংলাসাহিত্যেও কত গল্পগাথা তোমাকে নিয়ে
তোমার অলৌকিক ক্ষমতায় পরাজিত
গৌড়ের রাজা গোবিন্দ
সুরমা নদী পেরোতে তোমাকে দিলেও বাধা
তুমি চলে এলে শ্রীহট্ট নামের ভূমিতে ।
এই বাংলাকে ভালবেসে তুমি রয়ে গেলে সেথায়
আজিও সিলেটের নামে তোমার কৃতি বয়ে বেড়ায়।