বট গাছের বীজ মাটিতে পড়লেই
হয় না তো চারা অন্য গাছের মতো
আছে একটা নির্দিষ্ট বিশেষ ধারা ;
পাখির হবে খোরাক ; পরিপাকের পরে
পুরীষ পরিত্যাগে নানা স্থানে ধরণীর বুকে
ছড়িয়ে পড়ে বটের চারা । সব মুরগি পাড়ে ডিম
হয়না সবটাতে শাবক যদি না সে মোরগের
সাথে হয়না মিলিত । সব কিছুতে লাগে
এক বিশেষ প্রক্রিয়া । আমরাই এই পথ ধরে
এগিয়ে নিয়ে চলেছি পৃথিবীকে ধ্বংসের পথে ।
(দুশানবে, তাজিকিস্তান ২২-৬-২৪)