যে ছেলেটা রোজ সকালে খবরের কাগজ দিয়ে যায়
সে কি পড়ে খবরের কাগজ
জানে কি রাজ্যে দেশে বিশ্বে কী ঘটে
যার ঘরে অসুস্থ বাবা , বিকলাঙ্গ বোন
তার ঘাড়ে অনেক বোঝা
সংবাদপত্র বিলির পরে তাকে যেতে হবে
রাস্তার ঠিকাদারের কাজে দৈনিক তিনশো টাকার মজুরিতে ;
মাথার উপর ভাঙা খড়ের চাল
যখন বৃষ্টির রাতে ফোঁটা ফোঁটা জল পড়ে
মালসা , গামলায় ধরে জল
সে জানে এটুকুই তার পৃথিবী
তার বাইরে কোন খবর সে জানে না ।