গতরাতে আমি স্বপ্নে দুটি মেয়েকে দেখেছিলাম
যে মাথার কাছে দাঁড়িয়ে ছিল সে খুব কালো
আর যে পায়ের কাছে ছিল সে খুব ফর্সা
ফর্সা মেয়েটি কালোকে দেখে দূরে সরে যাচ্ছে
বিকেলে ফর্সা মেয়েটির সাথে নদীর পাড়ে
বসে বসে অনেকক্ষণ কাটিয়েছিলাম
আমাকে ক্লান্ত দেখে সে বলেছিল
চল বিশ্রাম নেবে ; তখন সবে সন্ধ্যা নেমেছে
অথচ মনে হচ্ছিল রাত কত গভীর
আকাশে চাঁদ ছিল না , নিকষ অন্ধকারে ঢাকা
অমাবস্যা টমাবস্যা হবে বোধ হয়
এক তীব্র যন্ত্রণা বুকে , ফর্সা মেয়েটি
আমার জীবন যন্ত্রণা অনুভব করে
কাছে থেকে সেবা করতে চেয়েছিল
কিন্তু কালো মেয়ের কদাকার রূপ আর ভ্রূকুটি দেখে থাকতে চায়নি ; আমার ঠোঁট কেঁপে উঠছিল
সে কি ছিল চুম্বনের মতো কম্পন
কাকে দেবো সেই চুম্বন
যে অপসৃয়মান না যে নবাগতা !