বনের মাঝে সবুজবনে গেলাম রসুলপুরে
হাজার বিঘা নানান গাছের বেড়াই যখন ঘুরে
কত রকম পাখি সেথায় করছে কলরব
নেচার লাভার আমরা কজন নীরব থাকি সব ।
বোলপুরের খুব কাছাকাছি এমন সবুজ ভূমি
মনের সুখে চারিদিকে আমরা যখন ভ্রমি
একটা শিয়াল ঘাবড়ে গিয়ে ড্যাবড্যাবিয়ে চায়
হুতুম পেঁচা কোথায় যেন আপন মনে গায় ।
গভীর বনে সেথায় আছে আরামপ্রদ রিসর্ট
মালী জানান তখন পাবেন বেশি কমফোর্ট
কেটেছেঁটে অনেক গাছের ডিজাইনে ভরা
সেলিমবাবুর নিজের হাতে বনভূমি গড়া ।