পালপাড়ায় এক বন্ধু আছে
নামটি হলো সুবল
রসকষহীন কথায় কাজে
যেন বুনো ওল ।
দাসপাড়ার বাজে ছেলে
সবাই ডাকে বেচু
কথার বেলায় ষোল আনা
কাজেকর্মে কচু ।
ফতো বাবু সেজে গুজে
মুখার্জীদের রাখাল
দেখতে হলেও সাহেবসুবো
কাজের বেলায় মাকাল ।
লোভধরানো সবজি ওটা
বলি রাঙামুলো
বললে সেটা ভুলবশত
রাগবে ছেলেগুলো ।
ধানীলংকা ছোটখাটো
বড় বেশি ঝাল
একটা দুটো খেলে তোমার
জ্বলবে দেখো গাল ।
রম্ভা মানে কলা জানি
তবুও আঙুল তোলা
অরাজি আর ব্যঙ্গ করে
সবাই বলে কাঁচকলা ।