আজকাল দেখি  ঘরে ঘরে
বাংলার যত নারী
নাইটি না কিসব পোশাক পরে
পরে নাকো শাড়ি ।
জংলি ডুরে, পাছা পাড়ের
নারী কোথায় পাই
পর পুরুষে দেখলে সবাই
ঘোমটার বালাই নাই ।
গোয়াল ঘরের দেয়াল ভরা
ঘুঁটে কোথায় গেল
হুঁকা তামাক , পান্তা ভাতের
চলন গেছে উঠে
জুতো পরা সাহেবগুলো
আজ হয়েছে মুটে ।
পায়রা থাকার ঘুলঘুলি বা
কেউ করে না খোপ ।
আগের কালের প্রথাগুলো
সব পেয়েছে লোপ ।