কোন দেশে সীমান্ত অতিক্রম হয় মসৃণ
কোন বাধা থাকে না বাসে ট্রেনে চেপে
ফুলের সৌরভ , বহমান স্রোত শীল নদী
পাহাড়ের চূড়া  , জনপ্রিয় বাজার
যেখানে চায় মন গান গায় ।
আবার কোথাও দুর্ভেদ্য কাঁটাতার
দুপারে বন্দুক উঁচিয়ে সেনা অতন্দ্র প্রহরী ; দুপারের
জনগণ আতঙ্কে কাটায় দিন
আইডেন্টিটি পকেটে নিয়ে ঘোরে তবুও থাকে ভয়ে
অথচ পাখিদের নেই মানা
তাদের সারা পৃথিবীটাই রাজত্ব ।
(খুজান্দ , তাজিকিস্তান ১৫/০৬/২৪)