মাদাইন ও আইকার বণিকেরা
ছিল বাণিজ্যের খ্যাতি
কিন্তু মাদাইনের বণিকের ছিল
রাহাজানির অখ্যাতি ।
তারা ছিল অসৎ এবং
লুটপাটেও রপ্ত
আল্লাহর কাছে ক্রমে তারা
হয়েছিল শপ্ত ।
এমন সময় নবি এলেন
মাদাইনের মাঝে
তিনি তাদের নিষেধ করেন
ওজন কমের কাজে ।
তাছাড়া ওই মাদাইন জাতি
কুফরি শিরিক করে
অর্থবলে এগিয়ে বলে
আল্লাহকে না ডরে ।
নবি যখন ব্যর্থ হলেন
আল্লাহ্ দিলেন গজব
প্রচণ্ড এক ভূকম্পনে
ধ্বংস হলো সব ।