মনোজগৎ থেকে বেরিয়ে প্রতিদিন
সন্ধ্যার শহরের পার্কে পার্কে ঘুরি
কোনদিন শ্যামবাজারের বৌদি পার্কে
কোনদিন বা বাঘা যতীন পার্কে
জোড়া জোড়া সংলগ্ন মূর্তি
কেউ আলিঙ্গনে কেউ বা চুম্বনে
পাশ দিয়ে হেঁটে গেলেও নড়ে না টনক
কিংবা চোখ বন্ধ করে থাকে ।
বৌদি পার্কেই দুষ্টুবুদ্ধি এলো মাথায়
দেখি আমাদেরই পাড়ার এক বৌদি
আমারই এক বন্ধুর সাথে ঘনিষ্ট
দুষ্টুবুদ্ধি এলো মাথায়
গাছের আড়ালের ফাঁকে ছবি তুলি দুজনের ;
পাঠিয়ে দিলাম অন্য মোবাইল থেকে
বৌদির গোবেচারি স্বামীর মোবাইলে
তারপর আর জানিনে প্রতিক্রিয়া ।
ঢাকুরিয়ার লেকের ধারে গেলেও দেখা যায়
এডাল্ট সিনেমার শর্ট ক্লিপ
আর বাবুঘাটের ছবি প্রকাশ্যেই ঘটে অহরহ ;
সামাজিক এই অবক্ষয় চলে আসে আবহমান ।