কার গায়েতে শক্তি বেশি
হাওয়া বলে , আমার ।
সূর্য বলে হাসিমুখে ,
হোক না পরখ তার ।
ওই যে লোকে আসছে এদিক
চাদর গায়ে দিয়ে
হাওয়া বলে এক নিমেষে
দিতে পারি উড়িয়ে ;
এই না বলে বইলো হাওয়া
এমন জোরে জোরে
লোকটি তখন দুহাতে তার
শক্তি দিয়ে ধরে ।
সূর্য বলে এবার দ্যাখো
আমার গায়ের শক্তি
নতজানু হয়ে তখন
করবে তুমি ভক্তি ।
সূর্য এবার ধীরে ধীরে
বাড়ায় প্রখর তাপ
সেই গরমে গা পুড়ে যায়
সয় না তাপের চাপ ;
চাদর খুলে রৌদ্র ছেড়ে
খোলে কালো ছাতা
হাওয়া হয়ে পরাজিত
অবনত মাথা ।