মাঝেমাঝে শখের ভূত আমার ঘাড়ে চাপে
একেক সময়ে একেক ভূত
সেবারে বিয়ার গ্রিলসের ভূত আমাকে পায়
গ্রিলসকে বললাম তোমার সঙ্গে আমাকে
আমাজনের জঙ্গলে নিয়ে চল
ম্যান ভার্সাস ওয়াইল্ডের একটা অভিযান মাত্র
ফেলতে পারেনি আমার অনুরোধ
তার মতো আমিও অভিনয় জানি
পশুবিহীন একটা ঝোপে এমন শ্যুটিং করে
যে দর্শকদের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছিল ।
আরেকবার সিয়াচিনের দুর্গম
পাহাড়ে যাওয়ার ভূত চেপেছিল ;
বিশেষ প্রটেকশন নিয়ে গেলাম
তবে দুর্গম এলাকায় যে যাইনি
কাছাকাছি একটা নিরাপদ স্থানে গেছি
সে-কথা যে বিরোধীরা কীভাবে জানতে পারে !
যেবারে হেলসিঙ্কিতে যাই
অবাক হয়ে দেখি ফিনল্যাণ্ডের প্রধানমন্ত্রী
সান্না মারিন একটা ফ্রক পরে সারাদিন ছিলেন
তিনি কি একই দিনে আমার আটবার পোশাক বদল দেখেও বোঝেননি
প্রধানমন্ত্রীর এক পোশাকে সারাদিন বেমানান !
জো বাইডেন তো বারবার আমার পোশাক পরিবর্তন দেখে বলেই ফেলেছিলেন
য়্যু আর কিডিং
এসবে আমার কোন ত্রুটি নেই
যা কিছু ঐ শখের ভূত
আমার ঘাড়ে চেপে বিপথগামী করে ।