আমরা সবাই শিক্ষিত , নামসই তো জানি
যুবক বা বৃদ্ধ কোন তফাত নেই
দুতিনটে তো ইংরাজি বলতে পারি
বাক্যার্থ তো জানি যদিও বুঝিনা বাচ্যার্থ
প্রতিবেশীর চোখের ভাষা , মনের ভাষা কিছুই বুঝিনা
অথচ উপহার পেতে আমরা ভালোবাসি ।
আমরা কবুতর পুষি তাদের পুরীষ উপেক্ষা করে
কিন্তু পেঁচা অলক্ষুণে ভেবে সরে পড়ি
যাত্রাপথে কালোবিড়াল দেখে থমকে দাঁড়াই
হরিজনের আমাদের ছায়ামাড়ানোর
অধিকার নেই বলেই বিশ্বাস করি
অথচ আমরা সবাই শিক্ষিত ।