দুরন্তপনার সেই শৈশব পেরিয়ে
ঘুড়িওড়ানোর দিন ভুলে
ঢিল ছুঁড়ে কুলপাড়ার কথা ভুলে
নুনমরিচ দিয়ে তারিয়ে তারিয়ে টকো আম খাওয়ার কথা ভুলে যখন পৌঁছলাম
যৌবনের উপবনে
ছিল মনে আকাশ ছোঁয়ার স্বপ্ন
লালপরী নীলপরী ডানাকাটা পরীর স্বপ্ন দেখতে দেখতে কখন যে অষ্টাদশীর হাত ধরে
যৌবন কাটিয়ে বার্ধক্যের দুয়ারে উপনীত
টের পাইনি ; দুর্বল হাঁটু , জ্বর সর্দি হাঁপানি নিয়ে
নড়বড়ে দেহ এখনো যে বেঁচে আছি
সেটাই আশ্চর্য ; পুরানো সে-সব কথা ভাবলে
এখন অবাক লাগে তবু মনে পড়ে
সেই যে প্রাইমারি স্কুলের ছবি
হাইস্কুলের প্রথম দিন , ক্লাস নাইনে দু ধাপ এগিয়ে
তৃতীয়স্থান দখল , প্রি ইউনিভার্সিটিতে
নতুন নতুন বন্ধু , কলেজ পালিয়ে সিনেমা যাওয়া
এখন সেই কবে মান্ধাতার যুগের হয় মনে !
এই সূর্য থাকবে , এই চাঁদ থাকবে
আলো বাতাস ফুল লতা বাগান বাগিচা
গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র সবই থাকবে
শুধু থাকবো না আমি
দূর আকাশের ছায়াপথে যাব হারিয়ে ।