খুব ছোটবেলায় দেখেছিলাম
এক মুরগি চোরকে ধরে কী মার না মারছে
জ্ঞান না হারানো পর্যন্ত
সামান্য মুরগি চুরির অপরাধে এই শাস্তি !
ওকে না মেরে তো কাতুকুতু দিলে তো হতো
কাতুকুতুতেও তো মানুষ জব্দ ।
কয়েক বছর পরে সেই বাড়িওয়ালার
পুকুর থেকে মাছ চুরি হয়েছিল
হাতেনাতে না ধরতে পারলেও
সেই মুরগি চোরকে ধরে এনে
খুঁটিতে বেঁধে সে কী মার  !
যে যাই ভাবুক আমার মনে হয়েছিল
এ বড় অন্যায় । প্রতিবাদ করার কেউ ছিল না
একবার দাগী হলে যত দোষ নন্দ ঘোষ ;
ডাকাতি ছিনতাই রাহাজানি তো নিত্য
কতজন ধরা পড়ে
তারা ধরা পড়ে না ,
যাঁরা ধরবেন তাঁদের সাথেই তো বখরা ।
নইলে দেশে থানার ডাক হয়
যে থানার এলাকায় যত বেশি আয়
সেই থানার ডাক তত বেশি ।
এখন যারা ব্যাঙ্ক ফাঁকা করে
বিদেশে দেয় চম্পট
তাদের কী বিধান ।
খুন জখম দাঙ্গা হাঙ্গামা ধর্ষণ
এদের কতজন পেয়েছে শাস্তি ।